BN/670105 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
" ভজ গোবিন্দম্ ভজ গোবিন্দম্
ভজ গোবিন্দম্ মূঢ়া মতে সংপ্রাপ্তে সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুক্রিনে কারণে (শঙ্করাচার্য) উনি উপদেশ দিয়েছেন, "তোমরা বোকারা, তোমরা কেবল দার্শনিক জল্পনা কল্পনার কথা, ব্যাকরণিক অর্থের কথা বলছো আর এড়িয়ে যাচ্ছো। ওহ, এই সব কিছুই অর্থহীন। এগুলো করে তুমি নিজেকে বাঁচাতে পারবেনা। মৃত্যুর সময় গোবিন্দ পারবেন তোমাকে বাঁচাতে। গোবিন্দই শুধু তোমাকে অধঃপতন থেকে বাঁচাতে পারেন। সুতরাং, ভজ গোবিন্দম্ ভজ গোবিন্দম্ ভজ গোবিন্দম্ মূঢ়া মতে।" |
৬৭০১০৫ - প্রবচন চৈ.চ. মধ্য ২১.৪৯-৬০- নিউ ইয়র্ক |