BN/701216 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"শ্রীকৃষ্ণকে যে কোনও সামর্থ্য অনুযায়ী আরাধনা করা যায়, ভালবাসা যায়। গোপীগণ তাঁকে ভালবেসেছিলেন যা আপাতদৃষ্টিতে কামবাসনা বলে মনে হয়, এবং শিশুপাল শ্রীকৃষ্ণকে ক্রোধবশত স্মরণ করেছিলেন। কামাৎ ক্রোধাৎ ভয়াৎ। আর কংস শ্রীকৃষ্ণকে সর্বদা ভয়ের বশে স্মরণ করতেন। তারা ভক্ত ছিলেন না। ভক্ত মানে যিনি সর্বদা শ্রীকৃষ্ণের প্রতি অনুকূল ভাবপরায়ণ হবেন, শত্রু ভাবে নয়। কিন্তু শ্রীকৃষ্ণ এতোই করুণাময় যে এমন কি যদি কেউ তাঁর প্রতি শত্রুভাবেও থাকে, সেও মুক্তি লাভ করে।" |
৭০১২১৬ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/২৭-৩৪ - সুরাট |