BN/701213b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ইন্দোর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মনুষ্যানাম্ সহস্রেষু কশ্চিদ্ যততি সিদ্ধয়ে (গীতা ৭/৩)। পারমার্থিক জ্ঞানের অনুশীলন মানে জীবনের পরম সিদ্ধি। কিন্তু লোকেরা এইসব প্রচেষ্টা করে না। তাই গীতায় বলা হয়েছে, মনুষ্যানাম্ সহস্রেষুঃ "হাজার হাজার লোকের মধ্যে, কদাচিৎ কেউ একজন পারমার্থিক প্রগতির লক্ষ্যে জ্ঞান অনুশীলন করে।" এবং যততাম্ অপি সিদ্ধানাম্ (গীতা ৭/৩): 'জ্ঞান অনুশীলনকারী সেই রকম হাজারো মানুষের মধ্যে, কদাচিৎ কেউ একজন শ্রীকৃষ্ণকে প্রকৃতরূপে জানতে পারে। |
৭০১২১৩ - কথোপকথন 'খ' - ইন্দোর |