"কর্মী, জ্ঞানী অথবা যোগী , তারা সকলেই চেষ্টা করছে নিজেকে উন্নত স্তরে উন্নীত করতে। আর তাদের সবার ঊর্ধ্বে হচ্ছেন ভক্ত। তাই ভক্তদের অবস্থান হচ্ছে সর্বোন্নত কেন না কেবল ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। ভক্ত্যা মাম্ অভিজানাতি (গীতা ১৮/৫৫), শ্রীকৃষ্ণ বলেন নি যে 'কর্মের দ্বারা আমাকে জানা যাবে।' তিনি বলেন নি, 'জ্ঞানের দ্বারা আমাকে জানতে পারবে'। তিনি এও বলেন নি যে 'আমাকে যোগের দ্বারা কেউ জানতে পারবে।' তিনি স্পষ্ট বলেছেন, ভক্ত্যা মাম্ অভিজানাতিঃ কেবল মাত্র ভগবদ্ভক্তির দ্বারাই আমাকে জানতে পারা যাবে।' 'যাবান যশ্চামি তত্ত্বতঃ (গীতা ১৮/৫৫)। তিনি ঠিক যেমন তাঁকে ঠিক তেমনটাই জানার নাম ভক্তি। তাই ভগবৎ সেবা ব্যতীত ভগবানকে জানার আর কোন সম্ভাবনাই নেই।"
|