BN/701211 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু ইন্দোর
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা ভগবানের বাণী শ্রীমদ্ভগব্দগীতা প্রচার করতে অত্যন্ত তৎপর। আমরা কোন রকম বিকৃতি না করে ভগবদগীতা যথাযথ পরিবেশন করছি। আমরা ভগবানের কথার কোন মনগড়া ব্যাখ্যা করতে পারি না। কারণ ধর্ম মানে ভগবানের কথা। ধর্মম্ তু সাক্ষাদ্ ভগবদ্ প্রণীতম্ (ভাগবত ৬/৩/১৯)। ধর্মের নীতি কোন মানুষ কর্তৃক বানানো যায় না ঠিক যেমনি দেশের আইন যে কোন সাধারণ নাগরিক বানাতে পারে না। সরকার আইন তৈরি করে। সেই আইন গ্রহণযোগ্য। তা আমরা মানতে বাধ্য। ঠিক তেমনই, ধর্ম মানে ভগবানের কথা।" |
৭০১২১১ - প্রবচন - সরকারের উর্ধতন কর্মকর্তার সঙ্গে আলোচনা - ইন্দোর |