"শাস্ত্রে বার জন মহাজনের কথা বলা হয়েছে। ব্রহ্মা তাঁদের একজন, শিবজী একজন, এবং নারদ মুনি আরেকজন। তারপর মনু আরেকজন, প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, শুকদেব গোস্বামী। ঠিক তেমনই যমরাজও একজন কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষরা ভগবান বা শ্রীকৃষ্ণ ঠিক যেমন তেমনটাই জানেন, এবং তাই তাঁরা সেই সম্পর্কে সঠিক নির্দেশনা দিতে জানেন। তাই শাস্ত্রে বলা হয়েছে পূর্বতন কর্তৃপক্ষদের মেনে চলতে। অন্যথায় তা সম্ভব নয়। ধর্মস্য তত্ত্বম্ নিহিতম্ গুহায়াম্ মহাজনো যেন গতঃ স পন্থাঃ (চৈতন্য চরিতামৃত ১৭/১৮৬)। মানসিক জল্পনার দ্বারা তুমি ধর্মের পথ জানতে পারবে না। ধর্মম্ তু সাক্ষাদ্ ভগবদ্ প্রণীতম্ (ভাগবত ৬/৩/১৯)। ধর্মের নীতি পরমেশ্বর ভগবানের দ্বারা প্রণীত হয়। কোন সাধারণ মানুষ ধর্ম বানাতে পারে না।"
|