"'শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভক্তি ও প্রেম সহকারে সর্বদা তাঁর হৃদয়ে আমার কথা চিন্তা করেন, তিনিই হলেন সর্বশ্রেষ্ঠ যোগী।' যোগীনাম্ অপি সর্বেষাম্। তাই হরে কৃষ্ণ আন্দোলন - যেই মুহূর্তে তুমি 'কৃষ্ণ' শব্দ উচ্চারণ কর এবং শ্রবণ কর, তৎক্ষণাৎ তুমি তাঁর কথা চিন্তা করছ। সেই নাম কোন সাধারণ মানুষ নিতে পারে না। যদি না কারোর শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালবাসা রয়েছে সে কীর্তন করতে পারবে না। এই শ্লোকটি আলোচনা কর। শ্রদ্ধাবান ভজতে যো মাম্ । অন্তরাত্মনাঃ "সকলের মধ্যে তিনিই সর্বশ্রেষ্ঠ।" এটিই হল কৃষ্ণভাবনামৃত আন্দোলনের অর্থ হচ্ছে আমরা লোকেদের সর্বোচ্চ যোগী হবার প্রশিক্ষণ দিচ্ছি।"
|