BN/701227 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"আমরা ভোগ করছি। এই সব জড় কার্যকলাপগুলো কি? ওরা ভোগ করছে। এই জিনিসটি, এই বাড়িটি "আমার একটি সুন্দর বাড়ি রয়েছে, বিশাল আকাশচুম্বী দালান।" তাই আমি হচ্ছি ভোক্তা। আমি এই সব জিনিস লোহা, কাঠ, মাটি, ইট, ইত্যাদি নিয়েছি। আরও পাঁচটি জড় উপাদান। আমি মাটি নিচ্ছি আর জল দিয়ে মিশাচ্ছি। একে আগুনে শুকোচ্ছি, এভাবে ইট হচ্ছে। একই ভাবে সিমেন্ট তৈরি হচ্ছে। তারপর আমরা এই সবকিছু এক জায়গায় জড়ো করছি আর বিশাল এক সুন্দর বাড়ি বানাচ্ছি। আর আমি ভাবছি, "আমি ভোগ করছি, আমি ভোগ করছি"। আমি ভোগ করছি না। আমি কেবল আমার শক্তি নষ্ট করছি। ব্যাস্। এই সমস্ত উপাদান প্রকৃতি দিয়েছে... প্রকৃতে ক্রিয়মানানি। প্রকৃতি। এক দিক দিয়ে প্রকৃতি তোমাকে সাহায্য করছে, আর তুমি ভাবছো অথবা আমি ভাবছি যে আমি হচ্ছি ভোক্তা।"
|
৭০১২২৭ - প্রবচন - সুরাট |