"এটি একটি বাস্তব সত্য কথা যে আজকের সম্পূর্ণ মানব সভ্যতা কেবল প্রতারক আর প্রতারিতের সমাজ। ব্যাস্। যে কোনও কিছুতে। মায়ৈব ব্যবহারিকে (ভাগবত ১২/২/৩)। এই কলিযুগে সারা পৃথিবী 'মায়ৈব ব্যবহারিকে'। 'ব্যবহারিকে' মানে সাধারণ চালচলনেঃ তাতে প্রতারণা থাকবেই। সাধারণভাবেই প্রতারণা থাকবে। দৈনন্দিন কাজকর্মেই থাকবে। বড় কিছুর কথা বলা হচ্ছে না। সাধারণ ব্যাপারেই, সেখানেও প্রতারণা থাকবে। সেই কথা শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে। মায়ৈব ব্যবহারিকে। যত তাড়াতাড়ি তুমি এখান থেকে বেড়িয়ে যাবে, ততই মঙ্গল। এরই নাম কৃষ্ণভাবনামৃত। যতক্ষণ বেঁচে আছ, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন কর এবং শ্রীকৃষ্ণের মহিমা প্রচার কর, ব্যাস্। অন্যথায়, জেনে রেখো, এটি এক অত্যন্ত বিপদজনক স্থান।"
|