BN/701106b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে

Revision as of 06:06, 21 February 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0025: NectarDropsConnector - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
যদি তুমি মানুষকে কৃষ্ণভাবনাময় করে তুলতে পারো, তখন সবকিছু নিজে থেকেই হয়ে যাবে। কারন এখানেই গণতন্ত্র বা সাম্য বিদ্যমান। সুতরাং যদি তারা কৃষ্ণভাবনাময় লোককে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করে, তখন সবকিছুই রক্ষা পাবে। সুতরাং তার মানে তোমাকে কৃষ্ণভাবনাময় ভোটার তৈরী করতে হবে। তখন সবকিছুই ঠিক হবে। এটি কৃষ্ণভাবনামৃত আন্দোলনে তোমাদের লক্ষ্যের একটি হওয়া উচিত। সরকার ব্যবস্থা এখনও জনগণের নিয়ন্ত্রণে আছে। এটি সত্য। যদি জনগণ কৃষ্ণভাবনাময় হয়ে উঠে, স্বাভাবিকভাবে সরকারও কৃষ্ণভাবনাময় হয়ে উঠবে। কিন্তু এটি নির্ভর করে জনগণের উপর। কিন্তু তারা চায়না এটি হউক।
৭০১১০৬ - কথোপকথন - বোম্বে