BN/701222 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সুরাট
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তাই প্রতিটি ধর্মেরই সর্বোচ্চ নীতিটিই হচ্ছে বৈষ্ণবতা অথবা কৃষ্ণভাবনামৃতের অনুসারী। যে কোন ধর্মের সবচেয়ে ভালো কিছুতেই তুমি কৃষ্ণভাবনামৃত পাবে। তাই এটিই সম্পূর্ণ নিখুঁত। বুদ্ধ মতবাদ অহিংসা শিক্ষা দেয়ঃ কৃষ্ণভাবনামৃত অহিংসা শিক্ষাই দেয়। প্রভু যিশু ভগবানের প্রতি ভালবাসার কথা শিক্ষা দিয়েছেন এবং তাঁরা সবশ্রেষ্ঠ ভগবৎ প্রেমিক। আর হিন্দু ধর্মেও মুক্তির কথা বলা হয়েছে... যেই মাত্র কেউ কৃষ্ণ ভাবনাময় হবে তৎক্ষণাৎ সে মুক্ত। সঙ্গে সঙ্গে, সেই মুহূর্তে। মুক্তি চাওয়ার কোন প্রশ্নই আসে না।" |
৭০১২২২ - শ্রীমদ্ভাগবত প্রবচন ৬/১/৪০ - সুরাট |