"নিত্যমুক্ত জীবেরা শুধুমাত্র কৃষ্ণকে ভালোবেসেই সন্তুষ্ট থাকেন। কৃষ্ণকে ভালোবাসাই তাদের সন্তুষ্টি। সবাই ভালোবাসতে চায়। কারণ এটাই স্বাভাবিক প্রবৃত্তি। সবাই এটা চায়। এই জড়জগতে যখন কোনো ভালোবাসার বিষয় পাওয়া যায়না, তখন কখনো কখনো আমরা কুকুর ও বিড়ালকে ভালোবাসি। বোঝতে পারছো? যেহেতু কোনো একজনকে আমার ভালোবাসতে হবে, আর যখন আমরা ভালোবাসার উপযুক্ত ব্যক্তি খুঁজে পাইনা, তখন আমরা কোনো শখ বা নেশা কে ভালোবাসি, বা কোনো প্রাণীকে আমাদের ভালোবাসা দেই। কারণ ভালোবাসা সবসময়ই আছে। এটা আমাদের মধ্যে অন্তর্নিহিত। কৃষ্ণের প্রতি আমাদের প্রেম ভিতরে সুপ্ত অবস্থায় আছে। এটা আমাদের ভিতরেই আছে, কিন্তু কৃষ্ণ সম্বন্ধে আমাদের অজ্ঞতার দরুন আমরা অন্যান্য বিষয়ে আমাদের প্রেম অর্পণ করছি যা কিনা শুধু হতাশার কারণ। ওই বিষয়গুলি ভালোবাসার জন্য নয়। এজন্যই আমরা হতাশ।"
|