"যেহেতু কৃষ্ণ সবকিছুর উৎস, তাই যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তাহলে তুমি সমস্ত ব্রহ্মাণ্ড কে ভালোবাসবে। প্রকৃতপক্ষে এটি এইরকম। যদি তুমি বাবাকে ভালোবাসো তাহলে তোমার ভাইকেও ভালোবাসবে। যদি তুমি তোমার দেশকে ভালোবাসো তাহলে দেশবাসীকেও ভালোবাসবে। ধরে নিচ্ছি যেমন আমরা বিদেশে আছি আর এখানে একজন ভারতীয় আছেন। তো স্বাভাবিক ভাবেই আমরা জিজ্ঞেস করি," ও আপনি ভারতীয়?" " ভারতের কোন অংশ থেকে আসছেন?"। ঐ ব্যক্তির প্রতি আমার কেন আকর্ষণ? কেননা আমি ভারতবর্ষকে ভালোবাসি এবং যেহেতু সে ভারতীয়, তাই তাকে আমি ভালোবাসি। সুতরাং ভালোবাসা শুরু হয় উৎস থেকে।"
|