BN/670116 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু নিউ ইয়র্ক
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কৃষ্ণ হচ্ছেন মূল সূর্য,গতিকে যেখানে কৃষ্ণ বর্তমান থাকেন, সেখানে কোনোপ্রকার অজ্ঞানতা বা বিভ্রম থাকেনা। অন্ধকারকে তুলনা করা হয় অজ্ঞতা, ভ্রম, নিদ্রা, আলস্য, নেশা, উন্মত্ততা ইত্যাদির সঙ্গে। এইগুলি সব অন্ধকারময়। একজন ব্যক্তি যিনি অন্ধকারের প্রভাবে রয়েছেন, তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়: অত্যন্ত বেশি নিদ্রা, আলস্য, অজ্ঞতা। এগুলি সবই জ্ঞানের বিপরীত। কিন্তু কেউ যদি সঠিকভাবে কৃষ্ণভাবনায় ভাবিত হয়, এই অসদ্ গুণাবলী তার মধ্যে প্রকাশ পায়না। কৃষ্ণভাবনামৃতে অগ্রগতি লাভের এগুলি হচ্চ্ছে মানদণ্ড।" |
৬৭০১১৬ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যেলীলা ২২.৩১-৩৩ - নিউ ইয়র্ক |