"কৃষ্ণের রূপ হচ্ছে সকলের জন্য মঙ্গলময়। "ভুবন মঙ্গলায় ধ্যানে স্মদর্শিতাম ত উপাসকানাম। "যারা ধ্যানের মাধ্যমে আপনাকে দেখতে পায় .." ধ্যান মানে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ বা বিষ্ণুর ওপরে মনঃসংযোগ করা। এটাই হচ্ছে ধ্যান। আমি বুঝতে পারিনা.. আজকাল অনেক ধ্যানী ব্যক্তি আছেন যাদের কোনো উদ্দেশ্য নেই। তারা ব্যক্তিসত্তাহীন অপ্রকাশিত কিছুর চিন্তন করতে চেষ্টা করেন। আর এই পন্থাটির শ্রীমদ্ভগবদগীতায় নিন্দা করা হয়েছে, যে ক্লেশধিকতরস্তেষামব্যক্তাসক্তচেতসাম্(শ্রীমদ্ভগবদ্গীতা ১২.৫)। যারা নৈর্ব্যক্তিক শুন্যতায় ধ্যান করতে চেষ্টা করছে, আমি এটাই বলব যে তারা অনাবশ্যক কষ্ট স্বীকার করছে। যদি তুমি যথার্থ ধ্যান করতে চাও তাহলে কেবল কৃষ্ণ অথবা পরমাত্মার ধ্যান করো "
|