"শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলছেন, " আমার চেয়ে ঊর্ধ্বে আর কিছু নেই।" শ্রীমদ্ভগবদ্গীতার এই উক্তিটি শ্রীমদ্ভগবতেও একটি শ্লোকের দ্বারা অনুমোদিত হয়েছে। আনন্দ মাত্রম্। পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য শরীর শুধু আনন্দময়। আমাদের এটা লক্ষ্য করা উচিত যে, আমাদের এই জড় শরীরটি হচ্ছে নিরানন্দম্,এটাতে আনন্দ নেই। আমরা আমাদের সীমিত ইন্দ্রিয় সম্পদ ব্যবহার করে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করে চলেছি। কিন্তু প্রকৃতপক্ষে এখানে আনন্দ নেই। এখানে সবই দুঃখজনক। প্রত্যেকটি অধ্যায়ে এমনকি প্রত্যেকটি শ্লোকে এই দুঃখজনক জড় শরীরের নিন্দা করা হয়েছে।"
|