BN/670209b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা বুদ্ধিমান,তাঁরা সদগুরুর কাছ থেকে উপদেশ গ্রহণ করেন। তিনি যা বলেন,ভক্তের উচিত কোনোরকম বিচ্যুতি ছাড়া তাঁর আদেশ পালন করা। এর ফলস্বরূপ ওই ব্যক্তি পূর্ণতা প্রাপ্ত হবেন। ভিন্ন ভিন্ন শিষ্যের জন্য গুরুদেবের আদেশ ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সদগুরুর আদেশকে একজন শিষ্যের নিজের জীবন বলে ধরে নেওয়া উচিত। "ওহ এটা আমার প্রতি গুরুর আদেশ। সুতরাং আমি এটাকে কোনো বিচ্যুতি ছাড়াই কার্যকরী করবো।" এটি করলে ওই শিষ্য পূর্ণতা প্রাপ্ত হবে।" |
৬৭০২০৯ - প্রবচন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা ০৭.৭৭-৮১ - সান ফ্রান্সিস্কো |