"শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরেকৃষ্ণ মহামন্ত্র জপের ব্যাপারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করছেন। তিনি যখন দেখলেন যে,"আমি তো পাগলপ্রায় হয়ে যাচ্ছি", তখন তিনি পুনর্বার তাঁর গুরুদেবের কাছে গিয়ে বললেন, "শ্রদ্ধার গুরুদেব, আমি জানিনা আপনি কি মন্ত্র আমাকে জপ করতে বলেছেন।" যেহেতু তিনি নিজেকে সবসময় একজন নির্বোধের ন্যায় উপস্থাপন করছিলেন,তাই আপাতদৃষ্টিতে এইরকম মনে হচ্ছিল ,যে কি হচ্ছে তা উনি উপলব্ধি করতে পারছেন না। তা সত্ত্বেও তিনি এইভাবে বিষয়টি গোচরীভূত করলেন," আমার মধ্যে এই সমস্ত লক্ষণ প্রকাশ পাচ্ছে। কখনো আমি কাঁদছি, কখনো হাসছি, কখনো নৃত্য করছি। এই সব লক্ষণ। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি।"
|