"ব্রহ্ম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই সর্বশ্রেষ্টত্বের প্রকৃত ধারণাটি কিরূপ? পরাশর সূত্রে সর্বশ্রেষ্টত্বের বর্ণনা আছে যে তিনি হচ্ছেন ধন সম্পদে সর্বশ্রেষ্ট, খ্যাতির দিক থেকেও তিনি সর্বশ্রেষ্ট, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সবচাইতে শ্রেষ্ঠ বৈরাগী, সৌন্দর্যেও সবচাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ যা কিছু আকর্ষণীয় আছে সবকিছুতেই তিনি সর্বশ্রেষ্ঠ. তুমি "সর্বশ্রেষ্ঠ" বলতে কি বোঝো? "সর্বশ্রেষ্ঠ" মানে এই নয় যে আকাশ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ওটা নির্বিশেষেবাদী তত্ত্ব। কিন্তু সর্বশ্রেষ্টত্বের যে ধারণা আমরা গ্রহণ করি, তা হলো একজন ব্যক্তি যিনি নিজের মধ্যে লক্ষ লক্ষ আকাশ গ্রাস করতে পারেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। জড়জাগতিক ধারণা নিয়ে জড়বাদীরা খুব একটা অগ্রগতি লাভ করতে পারেনা। ওরা সর্বশ্রেষ্ঠ বলতে শুধু একটি আকাশকে বোঝে। ব্যাস।"
|