BN/670313 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"মাঝে মাঝে আমরা এই জড়জাগতিক জীবনের প্রতি বিরক্ত হয়ে উঠি। তখন আমরা ভুলতে চাই, সবকিছু ভুলে যেতে চাই। কেউ কেউ সুরাপান করে আর ভাবে, "আহঃ! ব্যবসায়ের উদ্বেগ, শুধু হয়রানি আর সমস্যা, কোনো সমাধান নেই। কিছু সুরাপান করা যাক।" কখনো আমরা এল এস ডি সেবন করি, অথবা অন্য কোনো নেশা করি যেমন গাজা, পান ইত্যাদি। এর ফলে সুসুপ্তিতে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়। কোনো সময় আবার তারা গভীর নিদ্রায় যাওয়ার জন্য ইনজেকশনের প্রয়োগ করে। এখন তো আবার ঘুমের বড়িও পাওয়া যায়। কত কিছুই না আছে। যেহেতু আমরা হচ্ছি চিন্ময় আত্মা তাই এগুলো ভুলে যেতে চাই। কিন্তু যেহেতু আমি প্রকৃত মার্গটি গ্রহণ করছিনা, যে এই জড় অস্তিত্ব থেকে কিভাবে বের হওয়া যায়, তাই বাধ্য হয়ে আমাদের কিছু মনগড়া পন্থা গ্রহণ করতে হচ্ছে। ওগুলো আমাদের উদ্ধার করতে পারবেনা।"
|
৬৭০৩১৩ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৭.২৫-২৮ - সান ফ্রান্সিস্কো |