"মনোযোগ দিয়ে শ্রবণের অর্থ হচ্ছে, যে আমাদের ধ্যান করতে হবে। আর পূজা, পূজা মানে হচ্ছে উপাসনা। বর্তমানের এই যুগে উপাসনার পন্থাটি হচ্ছে সরল, যেটা আমরা করছি- হরিনাম কীর্তন, শ্রবণ, ভগবানকে ফল ও ফুল অর্পণ, দীপ প্রজ্জলন, ব্যাস এইটুকুই। বৈদিক শাস্ত্র অনুসারে বিভিন্ন প্রকার উপচার... চৌষট্টি উপচার দ্বারা ভগবানের অর্চন হয়। কিন্তু ঐ সমস্ত কিছু এযুগে সম্ভব নয়। তার জন্য আমাদের এই প্রক্রিয়াটি, যা তোমাকে পরম সত্যকে বোঝতে সাহায্য করবে। তুমি শুধু এই নীতি পালন করে যাও, একেন মানস। একাগ্রতা সহকারে শ্রবণ, কীর্তন, চিন্তন ও অর্চন..এটি হচ্ছে সরল পন্থা। শ্রীমদ্ভাগবতে এই নির্দেশ দেওয়া হয়েছে।"
|