"সুতরাং একজন কৃষ্ণ ও একজন গোপী, তাঁরা নৃত্য করছিলেন। রাস নৃত্য থামার পর কৃষ্ণ গোপীদের সঙ্গে কথা বলতেন। কৃষ্ণ গোপীদের বলতেন," আমার প্রিয় সখীরা, তোমরা এই মধ্যরাত্রে আমার কাছে এসেছো। এটা খুব একটা ভালোনা, কেননা প্রত্যেক মহিলার কর্তব্য হচ্ছে স্বামীর সন্তুষ্টি বিধান করা। যদি তোমাদের স্বামীরা জানতে পারেন যে তোমরা এই মধ্যরাত্রে এখানে এসেছো, তাহলে তাঁরা কি মনে করবেন? স্ত্রীর কর্তব্য হচ্ছে কখনও স্বামীকে ত্যাগ না করা। যদি স্বামী সৎ চরিত্রের নাও হয় বা দুর্ভাগা হয়, যদি বৃদ্ধ অথবা রোগগ্রস্ত হয়, তথাপি স্ত্রীর উচিত স্বামীর পূজা করা।"
|