"তোমার ক্ষুদ্র স্বাধীনতা আছে। যেহেতু তুমি হচ্ছ পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ। আর পরমেশ্বর হচ্ছেন সম্পূর্ণ স্বাধীন। সুতরাং স্বাধীন থাকার এই গুণ তোমার মধ্যেও আছে। ঠিক যেমন সোনা, সোনার কণিকাও সোনা। তেমনি যেহেতু তুমি হচ্ছ কৃষ্ণের অংশ, তাই কৃষ্ণের সব গুণাবলী তোমার মধ্যেও আছে, তবে খুব স্বল্প পরিমানে। যেহেতু ভগবান হচ্ছেন পূর্ণ স্বাধীন গতিকে তুমিও স্বাধীন থাকতে চাও। তুমি সবসময় স্বাধীন থাকতে চাও. কিন্তু তুমি বদ্ধ। তোমাকে বদ্ধ অবস্থায় রাখা হয়েছে। তুমি যখন তোমার নিত্য আধ্যাত্মিক জীবন ফিরে পাবে, তখন তুমিও কৃষ্ণের মতোই স্বাধীন হবে।"
|