BN/680315 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"একজন ব্যক্তির কৃষ্ণ সচেতন বা ঈশ্বর সচেতন হওয়া উচিত,কেন? কারণ তিনি তোমার মালিক এবং সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু, সুহৃদ। যথা আত্মেশ্বর। আত্মেশ্বর মানে, আমরা হচ্ছি ব্যক্তি সত্তা, আর উনি হচ্ছেন মূল সত্তা। ঠিক যেমন এখন আমরা এই শরীরটি পছন্দ করি, এই শরীরটিকে ভালোবাসি..কেন? কারণ শরীরটি হচ্ছে আত্মার উৎপাদন। আত্মা অবিহনে শরীর থাকবেনা।"
|
৬৮০৩১৫ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০৭.০৬.০১ - সান ফ্রান্সিস্কো |