BN/680317 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যদি তুমি শ্রীকৃষ্ণ বা তাঁর ভক্তদের দর্শন কর, যদি তুমি ‘কৃষ্ণ’ নাম জপ কর... “ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নাম থেকে অভিন্ন, কারণ তিনি পরমতত্ত্ব। তিনি তাঁর নাম থেকে ভিন্ন নন। ‘কৃষ্ণ’ এই শব্দটি এবং ব্যক্তি শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। কারণ সবকিছুই শ্রীকৃষ্ণ। একেশ্বরবাদ বা সবকিছুতেই ভগবান আছেন, এটিই হচ্ছে যথার্থ মতবাদ। যখন সেই একেশ্বরবাদটি শ্রীকৃষ্ণে পর্যবসিত হয়, সেটিই হচ্ছে পূর্ণাঙ্গতা। যদি শ্রীকৃষ্ণই পরম সত্য হন যার থেকে সবকিছুই উৎসারিত হচ্ছে, তাহলে সবকিছুই তো শ্রীকৃষ্ণ।" |
৬৮০৩১৭ - শ্রীমদ্ভগবদ্গীতা প্রবচন ৭/১ - সান ফ্রান্সিস্কো |