BN/Prabhupada 0435 - আমরা জাগতিক সমস্যাগুলোর দ্বারা হতভম্ব

Revision as of 10:15, 3 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0435 - in all Languages Category:BN-Quotes - 1968 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.8-12 -- Los Angeles, November 27, 1968

ভক্ত: "আমি এই দুর্দশা থেকে বের হওয়ার কোন উপায় খুঁজে পাচ্ছি না যা আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে। এমনকি এগুলো ধ্বংস করার সামর্থ্য আমার নেই যদি আমি এই পৃথিবীতে একটি অতুলনীয় রাজ্যও জয় করি, সার্বভৌম ক্ষমতার সাথে ঠিক স্বর্গের দেবতাদের মত। (শ্রীমদ্ভগবদগীতা ২।৮) সঞ্জয় বললেন: এইভাবে বলার পর, অর্জুন, শত্রুদের পীড়ক, শ্রীকৃষ্ণকে বললেন, "গোবিন্দ, আমি যুদ্ধ করব না," এবং মৌণ হলেন। (শ্রীমদ্ভগবদগীতা ২।৯) ওহে মহারাজ ভরতের বংশধর, সেই সময় দুই সৈন্যদলের মাঝখানে অবস্থিত শ্রীকৃষ্ণ মৃদু হেসে, বিষাদগ্রস্থ অর্জুনকে এই কথাগুলো বললেন। (শ্রীমদ্ভগবদগীতা ২।১০)

শ্রীল প্রভুপাদ: সুতরাং যখন আমরা কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে পতিত হয়ে গম্ভীর হই, যেহেতু আমরা হেরে যাই, কিন্তু শ্রীকৃষ্ণ হাসেন। তোমরা দেখেছ? মাঝে মাঝে আমরা ভাবি... একেই বলে মায়া। একই উদাহরণ, যখন কোন মানুষ স্বপ্নে চিৎকার করে বলে, "এখানে বাঘ, এখানে বাঘ। এটি আমাকে খেয়ে ফেলছে," এবং অন্য ব্যক্তি যে জেগে আছে, সে হাসছে, "কোথায় বাঘ? কোথায় বাঘ?" এবং ঐ ব্যক্তিটি চিৎকার করছে, "বাঘ, বাঘ, বাঘ।" একইভাবে, যখন আমরা খুব বেশি কিংকর্তব্যবিমূঢ় হই... রাজনীতিবিদদের মত, তারা মাঝে মাঝে রাজনৈতিক বিষয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে, এবং দাবি করে, "এটি আমার জমি, আমার দেশ," এবং অন্য দলও দাবি করে, "এটি আমার জমি, আমার দেশ," এবং তারা খুবই গুরুত্বসহকারে ঝগড়া করে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলে, "এই নির্বোধগুলো কি বলছে 'আমার দেশ, আমার জমি'? এটি আমার জমি এবং তারা দাবি করছে 'আমার জমি' এবং ঝগড়া করছে।" প্রকৃতপক্ষে, এই জমির মালিক শ্রীকৃষ্ণ, কিন্তু এই লোকগুলো মায়ার মধ্যে আছে, এবং দাবি করছে, "এটি আমার জমি, এটি আমার দেশ," তিনি এই দেশ বা এই জাতির মধ্যে কতদিন অন্তর্ভুক্ত তা ভুলে যাচ্ছেন। এটিকে বলা হয় মায়া।

সুতরাং এই হলো আমাদের অবস্থা। আমাদের বাস্তব অবস্থা না বুঝে আমরা এই সকল জড়জাগতিক সমস্যা নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে আছি, যেগুলো সবই মিথ্যা। জানস্য মোহ যম্ অহম্ মামেতি (শ্রীমদ্ভাগবতম ৫।৫।৮) মোহ, মোহ মানে মায়া। এই হলো মায়া। সুতরাং প্রত্যেকেই এই মায়ার মধ্যে আছে। সুতরাং যে বুদ্ধিমান, সে যদি বুঝতে পারে যে এই জাগতিক অবস্থা হলো শুধুমাত্র মায়া.. যেসব চিন্তা আমি সাজাচ্ছি, "আমি" এবং "আমার" এই নীতির উপর যত চিন্তা আছে, এই সবই মায়া। সুতরাং, যখন কোন একজন বুদ্ধিমান লোক এই মায়া থেকে মুক্ত হতে চায়, সে তার আধ্যাত্মিক গুরুদেবের নিকট আত্মসমর্পণ করে। এটিকে অর্জুনের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে। যখন তিনি খুব বেশি কিংকর্তব্যবিমূঢ় হয়েছিলেন.. তিনি বন্ধু হিসেবে শ্রীকৃষ্ণের সাথে কথা বলেছেন, কিন্তু তিনি দেখেছিলেন যে "এই বন্ধুত্বপূর্ণ কথা আমার প্রশ্নের সমাধান দিতে পারবে না।" এবং তিনি শ্রীকৃষ্ণকে মনোনীত করেছেন, কারণ শ্রীকৃষ্ণের গুরুত্ব তিনি জানতেন। কমপক্ষে, তার জানা উচিত। তিনি তার বন্ধু। এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণ সকলের দ্বারা গৃহীত হয়েছে ... "যদিও তিনি আমার বন্ধু হিসেবে অভিনয় করছেন, কিন্তু মহান মুনি ঋষিদের দ্বারা শ্রীকৃষ্ণ সর্বোচ্চ ব্যক্তিত্ব পরমেশ্বর রুপে গৃহীত হয়েছেন। অর্জুনের এটি জানা ছিল। তাই তিনি বলেছেন যে, "আমি এত বেশি হতবুদ্ধি হয়েছি যে আমি বুঝতে পারছি না। এমনকি এটি গ্রহণ করে যদি আমি যুদ্ধে জয়লাভও করি, তখনও আমি সুখী হতে পারব না। এই গ্রহে বিজয়ী হওয়ার বিষয়ে কী বলব, আমি যদি অন্য সমস্ত গ্রহের রাজাও হয়ে যাই অথবা আমি যদি উচ্চতর কোন গ্রহলোকের অধিপতি দেবতাও হয়ে যাই, তারপরও এই বেদনা প্রশমিত হবে না।