BN/Prabhupada 0462 - বৈষ্ণব অপরাধ এক বিরাট অপরাধ

Revision as of 11:13, 3 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0462 - in all Languages Category:BN-Quotes - 1977 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.7 -- Mayapur, February 27, 1977

প্রভুপাদঃ বৈষ্ণব অপরাধ একটি বড় অপরাধ। আপনারা জানেন অম্বরীষ মহারাজ, তিনি একজন ভক্ত ছিলেন এবং.. দুর্বাসা, তার যোগশক্তির দ্বারা তিনি খুব গর্বিত ছিলেন , এবং তিনি অম্বরীষ মহারাজের চরণে অপরাধ করেছিলেন, এবং উনাকে দণ্ড দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণ দ্বারা সুদর্শন চক্র পাঠিয়ে। এবং তিনি সবার কাছে সাহায্য চাইছিলেন -ব্রহ্মা, বিষ্ণু। তিনি সরাসরি বিষ্ণুলোকে যান, কিন্তু তাকে ক্ষমা করা হয় নি। তাকে অম্বরীষ মহারাজের কাছে আসতে হয়েছিল, তার চরণে পতিত হতে হয়েছিল। এবং তিনি অবশ্যই বৈষ্ণব হওয়ায় তৎক্ষণাৎ তাকে ক্ষমা করেন। সুতরাং বৈষ্ণব অপরাধ হচ্ছে বড় অপরাধ, হাতি মাতা। সুতরাং আমাদের উচিত খুব সাবধান হওয়া বৈষ্ণব অপরাধ থেকে। আমাদের উচিত নয়... অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতিবুদ্ধি (পদ্ম পুরাণ)। বৈষ্ণবে জাতিবুদ্ধি আর একটি অপরাধ, বিশাল অপরাধ। একইভাবে, গুরুকে সাধারণ মানুষ হিসাবে মনে করা, এটিও অপরাধ। বিগ্রহকে ধাতু, পাথর দিয়ে তৈরি বলে মনে করা... এটাও অপরাধ। স নারকি।

সুতরাং আমাদের খুব সর্তক হবে নিয়ম নীতি সন্মন্ধে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। মহাজন যেন গত স পন্থা। এইরকম চিন্তা করা উচিত নয় যে প্রহ্লাদ মহারাজ একজন সাধারণ বালক। আমাদের প্রহ্লাদ মহারাজের কাছ থেকে শেখা উচিত কিভাবে আধ্যাত্মিক সেবায় উন্নতি করা যায়।

ধন্যবাদ।

ভক্তবৃন্দঃ জয় প্রভুপাদ।