BN/Prabhupada 0470 - মুক্তিও এক ধরণের প্রতারণা

Revision as of 13:06, 3 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0470 - in all Languages Category:BN-Quotes - 1977 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 7.9.9 -- Mayapur, March 1, 1977

শ্রীধর স্বামী বলেছেন যে মুক্তিও অন্য আরেকটি প্রতারণা। কেন মুক্তি? শ্রীকৃষ্ণ দাবি করেন না যে "যদি তুমি মুক্ত, স্বাধীন না হও তবে সেবা করতে পারবে না।" না। তুমি যেকোনো পরিস্থিতিতেই সেবা করতে পারবে। অহৈতুকী অপ্রতিহতা। (SB 1.2.6) এই নয় যে আমাদেরকে প্রথমে মুক্ত হতে হবে। কারণ ভক্তি জীবন শুরু করার সাথে সাথেই তুমি ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছ। প্ল্যাটফর্মটি এতই দুর্দান্ত যে একজন ভক্ত, অন্য কোন অতি-উদ্দেশ্য ছাড়া, ইতিমধ্যে মুক্তি পেয়েছেন। ব্রহ্মভূয়ায় স কল্পতে।

মাম্ চ যঃ অভ্যভিচারেণ
ভক্তিযোগেন সেবতে।
সঃ গুণান্ সমতীত্যৈতান্
ব্রহ্মভূয়ায় কল্পতে
(শ্রীমদ্ভগবদগীতা ১৪।২৬)

তৎক্ষণাৎ।

সর্ব ধর্মান্ পরিত্যজ্য
মাম্ একম্ শরণম্ ব্রজ
অহম্ ত্বাম্ সর্বপাপেভ্যো
মোক্ষয়িষ্যামি...
(শ্রীমদ্ভগবদগীতা ১৬।৬৬)

সুতরাং যদি শ্রীকৃষ্ণ আপনার পাপী জীবনের সমস্ত প্রতিক্রিয়া বিলুপ্ত করার দায়িত্ব নেন, তার মানে তৎক্ষণাৎ তুমি মুক্ত, তুমি স্বাধীন। স্বাধীনতা মানে... আমরা এই জড়জগতে জড়িয়ে পড়েছি কারণ আমরা তৈরি করছি, একের পর এক জড়িয়ে পড়া। নূনং প্রমত্তঃ কুরুতে বিক্রম (শ্রীমদ্ভাগবতম ৫।৫।৪)। কারণ আমরা এমন অবস্থানে রয়েছি, যে আমাদেরকে বিরূপ আচরণ করতে হবে, সঠিকভাবে নয়, এমনকি তুমি যদি ইচ্ছা নাও কর... এমনকি তুমি যদি একটি পিপীলিকাও হত্যা না করার জন্য খুব সতর্ক হও তবুও, অদৃশ্যভাবে তা হবে, তুমি, চলাফেরার সময়, তুমি অনেক পিপীলিকা হত্যা কর। এবং মনে করবে না যে এইজন্য তোমার পাপ হয় না। অবশ্যই তুমি পাপিষ্ঠ হও। বিশেষত যারা ভক্ত নয়, তাদের অবশ্যই হত্যার জন্য দায়বদ্ধ হতে হবে, অনেক ছোট প্রাণী হাঁটার সময় বা যখন... এখানে জলপাত্রে তোমরা দেখেছ। অনেক ছোট ছোট প্রানী আছে। এমনকি জলের পাত্রটি সরিয়ে নেওয়ার মাধ্যমে, তুমি অনেক জীবিত সত্ত্বাকে হত্যা করছ। চুলায় আগুন জ্বালানোর সময়, সেখানে অনেক জীবিত সত্ত্বা রয়েছে। তুমি তাদের হত্যা করছ। সুতরাং সচেতনভাবে, অচেতনভাবে, আমরা এই জড়জগতের এমন অবস্থানে আছি যে খুবই সতর্ক হওয়ার পরেও আমাদের পাপ কাজ করতে হবে। তোমরা জৈনদের দেখেছ, তারা অহিংসতার বাইরে আছেন। তোমরা দেখতে পাব তারা এ জাতীয় কাপড় রাখে যাতে, ছোট পোকামাকড় মুখে ঢুকতে না পারে। তবে এগুলো কৃত্রিম। তোমরাএগুলো বন্ধ করতে পারবে না। বাতাসে অনেক জীবন্ত সত্ত্বা রয়েছে। জলে অনেক জীবন্ত সত্ত্বা রয়েছে। আমরা জল পান করি। তোমরা এগুলো বন্ধ করতে পারবে না। এটি সম্ভব নয়। কিন্তু তুমি যদি নিজেকে ভক্তিমূলক সেবায় স্থির রাখ, তাহলে তুমি আবদ্ধ নও।

যজ্ঞার্থাৎ কর্মণোঽন্যত্র লোকোঽয়ং কর্মবন্ধনঃ (শ্রীমদ্ভগবদগীতা ৩।৯) যদি তোমার জীবন যজ্ঞ, শ্রীকৃষ্ণের সেবার জন্য উৎসর্গ কর, তারপর অবশ্যম্ভাবী পাপ কাজগুলো যা আমরা কোনও জ্ঞান ছাড়াই সম্পাদন করি, আমরা তার জন্য দায়বদ্ধ নই। মন্যে মিথে কৃতম্ পাপম্ পুণ্যয় এব কল্পতে। সুতরাং আমাদের জীবন কেবল কৃষ্ণভাবনামৃতের জন্য উৎসর্গ করা উচিত। তাহলে আমরা নিরাপদ। অন্যথায় আমাদের কার্যকলাপগুলোর প্রতিক্রিয়াতে আমাদের অবশ্যই জড়িয়ে পড়তে হবে এবং জন্ম মৃত্যুর এই চক্রে আবদ্ধ হতে হবে। মাম অপ্রাপ্য নিবর্তন্তে মৃত্যু সংসার বর্ত্মনি (শ্রীমদ্ভগবদগীতা ৯।৩)।

নূনং প্রমত্তঃ কুরুতে বিক্রম
যদ্ ইন্দ্রিয় প্রীতয় আপৃণোতি
ন সাধু মন্যে যতো আত্মনোঽয়ং
অসন্ন অপি ক্লেশদ আস দেহঃ
(শ্রীমদ্ভাগবতম ৫|৫|৪)

সবচেয়ে নিরাপদ অবস্থানটি হল আসুন আমরা সর্বদা কৃষ্ণভাবনামৃতে নিযুক্ত থাকি। তারপর আমরা আধ্যাত্মিকভাবে অগ্রসর হব এবং পাপময় জীবনের প্রতিক্রিয়া থেকে নিরাপদ থাকতে পারব।