BN/Prabhupada 0674 - তোমার দেহ সুস্থ রাখার জন্য কততুকু খাওয়া উচিৎ সেই সম্পর্কে বোঝার মতো বুদ্ধিমান হও

Revision as of 11:51, 5 June 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Bengali Pages with Videos Category:Prabhupada 0674 - in all Languages Category:BN-Quotes - 1969 Category:BN-Quotes - L...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 6.16-24 -- Los Angeles, February 17, 1969

ভক্তঃ প্রভুপাদ, আমরা নিজেদের জন্য যথেষ্ট ঘুম এবং যথেষ্ট খাদ্য নির্ধারণ করতে সক্ষম কি? আমরা পরীক্ষণ করার চেষ্টা করি, আমরা কমানোর চেষ্টা করি যতক্ষণ না...(অস্পষ্ট) কারণ অনেক বার, আমরা নিজেদেরকে বোকা বানাই "হ্যাঁ, আমার এত খাবারের দরকার", বা "আমার সাত বা আট ঘন্টা ঘুমের প্রয়োজন", কিন্তু বাস্তবে এটা কেবল...আমরা যুক্তিতর্ক করছি। (অস্পষ্ট)

প্রভুপাদঃ খাদ্য গ্রহণের সিদ্ধান্ত? না, তোমার প্রশ্ন কি ...?

ভক্তঃ আমরা কি আমাদের নিজের উপর নির্ভর করতে পারি, আমাদের নিজেদের উপর বিশ্বাস করতে পারি? কতটা নির্ধারণ হওয়া উচিত?

প্রভুপাদঃ ঠিক আছে, হওয়া উচিত, যুক্তিপ্রয়োগ হওয়া উচিত। কিন্তু যদি তুমি কম খাওয়ার কারণে ভুল কর সেই ভুলটি খারাপ নয়। (হাসি) বেশি খাওয়ার সংকল্প করো না। ধর, তুমি কিছু খাবার গ্রহণ করেছ যা তোমার যা দরকার তা থেকে কম, সেই ভুলটি খারাপ নয়। বরং, তুমি যদি বেশি খেয়ে নাও, সেই ভুলটি খারাপ। যদি তুমি মনে কর যে তোমার যুক্তিসম্মত কার্যাবলী উচিত নয়, তাহলে তোমার এই দিক থেকে ভুল হবে। অন্য দিকে ভুল কোর না। হ্যাঁ।

না, সেই বিশ্বাস ... যুক্তিপ্রয়োগ সর্বদা আছে, কিন্তু একজনকে যথেষ্ট বুদ্ধিমান হওয়া উচিত যে তার দেহকে সুস্থ রাখতে কতটা তার খাওয়া প্রয়োজন। যেটা সবার মধ্যেই আছে। সাধারণত, কোন ভুল হয় না।