BN/731018 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ঠিক যেমন রাস্তায় নিয়ম আছে, 'বাদিক দিয়ে যাবে'। তা তুমি যদি বল, 'কেন ডান দিক দিয়ে নয়?, তোমাকে গ্রেফতার করে নেবে, তুমি আসামি। কারণ এটা রাজ্যের নিয়ম। তুমি চিন্তা করলে, বিভন্ন দেশে আলাদা নিয়ম, বিলেতে ভারতে, 'বাদিকে চলো'। আমেরিকাতে 'ডানদিকে চলো'। সুতরাং বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম থাকতে পারে, কিন্তু নিয়ম মানে যা রাজ্য স্থির করেছে। তেমনি, ধর্ম মানে যা ভগবানের দেওয়া নিয়ম। তুমি ধর্মকে তৈরী করতে পারোনা। সেটা গৃহীত হবেনা।"
|
৭৩১০১৮ - প্রবচন ভারতীয় বিদ্যা ভবনে - বোম্বে |