BN/680324b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু সান ফ্রান্সিস্কো
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ব্রহ্ম-কর্ম। ব্রাহ্মণ মানে পরমেশ্বর ভগবান, ব্রহ্মের শেষ কথা। সুতরাং তোমাকে নিজেকে নিয়োজিত করতে হবে, ব্রহ্ম কর্মে, মানে কৃষ্ণ ভাবনামৃতে। এবং এই গুন্ গুলি প্রদর্শন করো, তুমি সত্যবাদী, তুমি ইন্দ্রিয় সংযম করছো, তুমি মনকে নিয়ন্ত্রন করছো এবং তুমি সাধারণ এবং সহনশীল। কারণ যখনি তুমি আধ্যাত্মিক জীবন অবলম্বন করছো, মায়ার দ্বারা প্রভাবিত জীবেরা, তোমার বিরোধিতা করবে। এটা মায়ার প্রভাব। কেউ তোমার নিন্দা করবে। কেউ এটা করবে, কেউ ওটা করবে, কিন্তু আমাদের সহনশীল হতে হবে। এটা এই জড়জগতের রোগ। যদি কেউ আধ্যাত্মিক জীবনে প্রগতি করে, মায়ার দাসেরা তার নিন্দা করবে। তাই তোমাকে সহ্য করতে হবে।"
৬৮০৩২৪ - প্রবচন দীক্ষা - সান ফ্রান্সিস্কো |
৬৮০৩২৪ - প্রবচন দীক্ষা - সান ফ্রান্সিস্কো |