BN/680504b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এই জড়জাগতিক জীবনের অবস্থা হচ্ছে রোগের মতো। যা আমরা জানিনা।এবং তাই আমরা এই রোগের মধ্যেও আনন্দ পেতে চাইছি। তার মানে আমরা এই রোগকে আরো বাড়িয়ে তুলছি- আমাদের চালিয়ে যেতে হবে। আমরা রোগকে নিবারণ করছিনা। ঠিক যেমন ডাক্তার কিছু বিধিনিষেধ দেন,"আঃ, আমার রোগী এভাবে খেওনা। এসব পান করোনা। এই ওষুধগুলো খাও।" সুতরাং কিছু বিধিনিষেধ, কিছু নিয়ম কানন আছে-তাকে তপস্যা বলে। কিন্তু রোগী যদি মনে করে "আমি এসব বিধিনিষেধ কেন পালন করবো? আমি যা ইচ্ছে তাই খাবো। আমার যা ইচ্ছে তাই করবো। আমি মুক্ত।" তাহলে সে সুস্থ হতে হতে পারবেনা। সে সুস্থ হবেনা।"
৬৮০৫০৪- প্রবচন শ্রীমদ্ভাগবত ০৫.০৫.০১-৩- বোস্টন |
৬৮০৫০৪- প্রবচন শ্রীমদ্ভাগবত ০৫.০৫.০১-৩- বোস্টন |