BN/680506 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"যে নিয়ম ও নীতিগুলি কঠোরভাবে অনুসরণ করেছে এবং হরে কৃষ্ণ জপ কমপক্ষে ষোল মালা করেছে, তাই তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। তৃতীয় সুযোগ হল ত্যাগ অর্পণ করা। সে যদি ভগবানের সেবায় পুরোপুরি নিমগ্ন হতে তে চায় তবে সন্ন্যাস আশ্রম রয়েছে। ঠিক যেমন অন্য একদিন আমরা আলোচনা করছিলাম, অনাশ্রিতঃ কর্মফলং কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী (শ্রীমদ্ভগবদ্গীতা ৬/১)। অবশ্যই, এগুলি আনুষ্ঠানিক নিয়ামক নীতি। বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ হলো : একজন ভগবানের সেবায় কতটা আন্তরিক।" |
৬৮০৫০৬ - প্রবচন ব্ৰাহ্মণ দীক্ষা - বোস্টন |