BN/680506b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং কৃষ্ণ ভাবনাময়ের এই প্রক্রিয়া হল ব্রাহ্মণের বানানোর প্রক্রিয়া, বৈষ্ণব। বৈষ্ণব মানে ব্রাহ্মণের পর্যা ছাড়িয়ে যাওয়া। ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণঃ যিনি ব্রহ্ম উপলব্ধি করেছেন, তাকে ব্রাহ্মণ বলা হয়। ব্রহ্ম উপলব্ধি করার পর, পরমাত্মা উপলব্ধি, তারপর ভগবানের উপলব্ধি। এবং যে ব্যক্তি ভগবান, পরম ভগবান বিষ্ণুকে, উপলব্ধি করার স্তরে পৌঁছে গাছেন, তাকে বৈষ্ণব বলা হয়। বৈষ্ণব অর্থাৎ তিনি ইতিমধ্যে ব্রাহ্মণ। " |
৬৮০৫০৬ - প্রবচন ব্রাহ্মণ দীক্ষা - বোস্টন |