BN/680619 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"কৃষ্ণ ভানাময়ে আমরা আমাদের সমসাময়িক কে "প্রভু" বলে সম্বোধন করি। প্রভু মানে মালিক। এবং আসল ধারনাটি হলো "আপনি আমার মালিক, আমি আপনার দাস।" একেবারে অন্য। এই জড় জগতে সবাই নিজেকে মালিক মনে করে: "আমি তোমার প্রভু, তুমি আমার সেবক।" এটি জড় জাগতিক অস্তিত্বের মানসিকতা। এবং আধ্যাত্মিক অস্তিত্ব মানে, 'আমি আপনার দাস, আপনি আমার মালিক।"কেবল দেখুন। পুরোপুরি আলাদা মনোভাব। |
৬৮০৬১৯ - প্রবচন শ্রীমদ্ভগবদ্গীতা ০৪/০৯ - মন্ট্রিয়াল |