BN/690210 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সুতরাং আসল বিষয় হল শ্রীকৃষ্ণের জন্য প্রেম অর্জন করা। সেটা বৃন্দাবনের মাপকাঠি। বৃন্দাবনে, নন্দ মহারাজ, মা যশোদা, শ্রীমতি রাধারানী, গোপীগণ, গোপালকেরা, ছেলেরা, গাভী, বাছুর, গাছ, তারা জানেনা যে শ্রীকৃষ্ণ ভগবান। তোমরা কৃষ্ণ বইয়ে পড়েছো, যখন শ্রীকৃষ্ণ দারুন কিছু করেন, তারা মনে করে তিনি একজন দারুন শিশু, ছেলে, ব্যাস, বা শিশু। তারা জানেনা শ্রীকৃষ্ণ ভগবান। কিন্তু তাকে তারা সব কিছুর থেকে বেশি ভালোবাসে।"
|
৬৯০২১০ - প্রবচন উদ্ধৃতি - লস্ এঞ্জেলেস্ |