BN/690211 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো এখানে ভক্ত বলছে যে,"হাঁ, ইন্দ্রিয় সাপের মতো, ভনায়ক, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তার বিষাক্ত দাঁত ভেঙে দেব"। কিকরে? যদি সারাক্ষন নিজের ইন্দ্রিয়গুলোকে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত কর, ও, তাহলে বিষাক্ত দাঁত ভেঙে যাবে। বিষাক্ত দাঁত ভেঙে গেছে। সবচাইতে ভয়ানক সর্প হচ্ছে জিহবা। তুমি সর্বদা কৃষ্ণকথা বলো এবং যদি কেবল কৃষ্ণ প্রসাদ পাও, ও, জিহবার বিষ নষ্ট হয় যাবে। তোমার আজে বাজে বকার বা আজে বাজে খাওয়ার কোন অবকাশ থাকবেনা। তখন তোমার জীবন তৎক্ষণাৎ পঞ্চাশ শতাংশ উন্নত হয়ে যাবে।"
|
৬৯০২১১ - প্রবচন উদ্ধৃতি - লস্ এঞ্জেলেস্ |