"এই মনুষ্যজন্ম হচ্ছে ভগবানের আইনসমূহ জানার জন্য – বৈজ্ঞানিকভাবে, ভগবানের আইন জানার জন্য। অধ্যয়ন করুন, ঠিক যেমন আমরা এই ব্যাপারে অনেক উদাহরণ দিয়েছি। কেন অন্যের সম্পত্তি জোর করে দখল করতে হবে? প্রত্যেকেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। আপনি কেন অন্য প্রাণীদের হত্যা করবেন? এইসব হচ্ছে প্রকৃতির আইনের উল্লঙ্ঘন। এর জন্য আপনাকে দুর্ভোগ পোহাতে হবে। যেহেতু আপনি এই সুন্দর শরীরটি পেয়েছেন, তাই এই সমস্ত বিষয়গুলি আপনাকে জানতে হবে। এমন নয় যে কেবল সুন্দর সুন্দর পোষাক পরলেই আপনি সুন্দর হয়ে গেলেন। হুম্। কিন্তু লোকেরা কেবল ভাল পোষাক পরিচ্ছদের ব্যাপারেই অধিক উৎসাহ দেখাচ্ছে, আর হৃদ্গতভাবে পশুর চেয়েও অধম। এই ধরণের সভ্যতা হচ্ছে নিন্দনীয় সভ্যতা। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মানে হচ্ছে ভেতরে এবং বাইরে পরিষ্কার করা। তাই প্রকৃত জীবনমানের পর্যায়ে আসার জন্য আপনাকে অবশ্যই এই আন্দোলনকে গ্রহণ করতে হবে। চেতোদর্পন মার্জনম্ (শ্রীচৈতন্য চরিতামৃত ২০.১২, শিক্ষাষ্টক ১)। হৃদয়ের পরিশুদ্ধি।"
|