" শ্রীমদ্ভগবদ্গীতাতে দুটি চেতনার বর্ণনা আছে। ঠিক যেমন আমি আমার সারা শরীর জুড়ে সচেতন। যদি আপনি আমার শরীরের কোন অংশে চিমটি কাটেন, তখন আমি তা অনুভব করি। সেটাই আমার চেতনা। তাই আমি ছড়িয়ে আছি ..., আমার চেতনা ছড়িয়ে আছে আমার সমস্ত শরীর জুড়ে। সেটি শ্রীমদ্ভগবদ্গীতাতে ব্যাখ্যা করা হয়েছে, অবিনাশি তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং তাতম্ (শ্রীমদ্ভগবদ্গীতা ২/১৭): "সেই চেতনা যা এই দেহে ছড়িয়ে আছে, সেটাই চিরন্তন।" (শ্রীমদ্ভগবদ্গীতা ২/১৮): এবং অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তাঃ শারীরিণঃ "কিন্তু এই শরীরটি অন্তবৎ," মানে নশ্বর। "এই দেহটি নশ্বর, কিন্তু সেই চেতনা অবিনশ্বর, চিরন্তন।" এবং সেই চেতনা, বা আত্মা, এক শরীর থেকে অন্য দেহে স্থানান্তরিত হচ্ছে। ঠিক যেমন আমরা পোশাক পরিবর্তন করছি। "
|