BN/690916 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লন্ডন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন যে, যেই বেক্তি শুধু কর্মের জন্য কাজ করেন, ফল উপভোগের আশা না করে, এটা কখন সম্ভব হয়ে এখন যদি তুমি গৃহস্থ হয়, তোমাকে পরিবারের পালনপোষণের জন্য কাজ করতে হবে; তো তার জন্য তোমাকে তোমার কাজের ফল উপভোগ করতে হবে। তো এটা সেই বেক্তির পক্ষে সম্ভব যে নিজের জীবন ভগবানের সেবার জন্য উৎসর্গ করে দিয়েছে। তো রিসাবদেব বলেছেন যে, এই মনুষ্য জীবন শুধুমাত্র হলো তপস্যা, চার নিয়ম পালন করার জন্য, নিজের মর্জি মতো কিছু করার জন্য নয়। মনুষ্য জীবন হলো খুবই নিয়ন্ত্রক জীবন । " |
৬৯০৯১৬ - প্রবচন - লন্ডন |