BN/690502 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"তো শ্রীকৃষ্ণ বলছেন, "তুমি এই মূর্খের মতো গ্রহণ আর বর্জন করা ত্যাগ করো। তুমি আমাকে গ্রহণ করলে, তাহলে তুমি খুশি হবে"। সর্ব ধর্মন মানে কিছু ধার্মিক অনুষ্ঠান ইন্দ্রিয় তৃপ্তির জন্যে, কিছু ধর্মীয় অনুষ্ঠান এই জগৎ ত্যাগ করবার জন্যে। সুতরাং তোমাকে এই দুটোই ত্যাগ করতে হবে, গ্রহণ এবং বর্জন। আমাদের শ্রীকৃষ্ণের পথ গ্রহণ করতে হবে, কৃষ্ণভাবনামৃতের। "আমার প্রতি আত্মসমর্পণ করো। তাহলে সুখী হবে।" |
৬৯০৫০২ - প্রবচন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাগতিক ছাত্র সংগঠনে - বোস্টন |