BN/690424b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোস্টন
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন বেদহম সমতিতানি (গীতা ৭। ২৬)। 'আমি বর্তমান, পূর্ব এবং ভবিষ্যতের সব জানি। সব।' কিন্তু আমরা জানিনা। আমরা ভুলে গেছি। আমাদের রোজকার জীবনে, ছেলে বেলায়, আমরা কত কি করেছি। আমাদের কিছু মনে নেই। কিন্তু আমাদের অভিভাবকের মনে থাকতে পারে, আমরা ছোটবেলায় কি করেছি। সুতরাং ভুলে যাওয়া আমাদের স্বভাব। কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের সংস্পর্শে থাকি সর্বদা, তিনি আমাদের মনে রাখবার ক্ষমতা দেবেন।" |
৬৯০৪২৪ - কথোপকথন সি - বোস্টন |