BN/680802 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মন্ট্রিয়াল
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
" সুতরাং সবাই, প্রত্যেক ধর্ম মানে "ভগবান মহান," মোট সংজ্ঞা। এটি সত্য। ভগবান মহান। এবং আমরা ক্ষুদ্র, ছোট। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, মমৈবাংশো জীবভূতঃ ( শ্রীমদ্ভগবদ্গীতা ১৫/৭)। ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, " সমস্ত জীবেরা, তারা আমার অপরিহার্য অংশ।" অপরিহার্য অংশ মানে ... আমরা খুব সহজেই বুঝতে পারি। ঠিক যেমন এই আঙুলটি আমার শরীরের অপরিহার্য অংশ। সবাই এটা বুঝতে পারে। সুতরাং আমরা ভগবানের অপরিহার্য অংশ। " |
৬৮০৮০২ - প্রবচন শ্রীমদ্ভাগবত ০১/০২/০৫ - মন্ট্রিয়াল |