BN/730130 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কলকাতা
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"বৈষ্ণব কখনো ঈর্ষাপরায়ণ নয় । কেউ যদি তার থেকে বেশি এগিয়ে যায় তবে সে খুশি হয়। ' ও সে কত ভালো, সে আমার থেকে বেশি উন্নতি করেছে । আমি কেবল কৃষ্ণের ভালো করে সেবা করতে পারিনি। ' এটি হচ্ছে বৈষ্ণবীসম । আর যদি কেউ ঈর্ষাপরায়ণ হয় , -' ও এই লোকটি কি দ্রুত অগ্রগতি করছে, আমাদের কিছু একটা বাধা সৃষ্টি করতে হবে তার পথে ' - সে বৈষ্ণব নয় , সে হচ্ছে হিনস্য জন্তু । সে একজন পশু । বৈষ্ণব কখনো ঈর্ষাপরায়ণ হতে পারেনা।"
৭৩০১৩০- প্রবচন ভক্তি রসামৃত সিন্ধু - কোলকাতা । |
730130 - প্রবচন NOD - কলকাতা |