BN/731110b কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু দিল্লী
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
"সব কর্মচারীরা যা পায় তাতে সন্তুষ্ট হয়। বৈশ্য, কৃষি করে যা উৎপাদন করে, তাতেই হবে। অবশিষ্ট সময়ে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে। এটা আদর্শ, এবং এই বদমাইশ নেতারা, তারা মনে করে এরা কুরে-নিষ্ক্রিয়তা। এদের মদ দেও, মাংস দেও, এরা উৎসাহিত হবে। এখন এই নীতি চলছে। সাধারণ জীবন। এরা পরিবর্তন করে দিয়েছে- খুব জটিল, জটিল জীবন, শিল্প জীবন, উগ্রকর্ম।"
|
৭৩১১১০ - কথোপকথন - দিল্লী |