"তো এই ব্রহ্মাণ্ড মাত্র একটি ব্রহ্মাণ্ড, কিন্তু কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং সেগুলো সুক্ষ এবং স্থূল বস্তু দিয়ে ঢাকা। এবং এই সুক্ষ আর স্থূল বস্তু পেরিয়ে যখন কেউ আকাশে আসে, সেখানে অনন্ত গ্রহ রয়েছে। গ্রহ গুলোকে, দেখা যায়, তারা এবং সূর্য, এইভাবে। সুতরাং এই দুই আত্মা, জয় এবং বিজয়, তারা এই জগতে আসছে। এই ছবি তাই দেখানো হচ্ছে। এখন, তাদের অসুর রূপে আস্তে হচ্ছে কারণ তারা পরমেশ্বর ভগবানের সাথে লড়াই করতে আসছে। ভক্তরা লড়াই করবেনা। ভক্তরা সেবক, কিন্তু নাস্তিকেরা, অসুরেরা, তারা সর্বদা ভগবানের প্রতি শত্রুতা বজায় রাখে।"
|