"সুতরাং ভগবানের ক্ষুদ্র অংশবিশেষ হিসেবে আমাদের দায়িত্ব হল তাকে উপভোগ করতে সাহায্য করা। এটাই ভক্তি। ভক্তির অর্থ অনুকূল্যন কৃষ্ণানুশীলনম্ (চৈতন্যচরিতামৃত মধ্যঃ ১৯.১৬৭)। অনুকুল। অনুকুল অর্থাৎ অনুকূলভাবে, কৃষ্ণনাম, কৃষ্ণ চেতনা এবং সর্বদা চিন্তা করা কিভাবে কৃষ্ণকে খুশি করা যায়। এটাই ভক্তি। অনুকূল্যন কৃষ্ণানুশীলনম্। ঠিক গোপীদের মত। প্রথম শ্রেণীর উদাহরণ হল গোপারা বা বৃন্দাবনের অধিবাসীরা। তারা সবাই কৃষ্ণকে খুশি করার চেষ্টা করছে। সেটা হল বৃন্দাবন। যদি এখানেও, যদি আপনি কৃষ্ণকে খুশি করার চেষ্টা করেন, তাহলে এটি বৃন্দাবনে রূপান্তরিত হতে পারে, বৈকুণ্ঠ। "
|