"আমরা বলি না যে তুমি ওই ধর্মটা ত্যাগ করো। আমাদের কাছে আসো। কিন্তু অন্তত নিজের নীতিকে মানো। এবং ঠিক একজন ছাত্রের মত। মাঝেমাঝে ভারতে এরকম হয়ে যে, যদিও তারা ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে গেছে, তারা বিদেশী বিশ্ববিদ্যালয়ে আসে আরো বেশি করে পড়াশুনো করতে। তো সে আসে কেন? আরো বেশি জ্ঞান অর্জন করতে। ঠিক তেমনি, যেকোনো ধর্মীয় গ্রন্থ তুমি অনুসরণ করতে পার, কিন্তু তুমি যদি কৃষ্ণ ভাবনামৃত আন্দলনে বেশি জ্ঞান অর্জন করতে পার, কেন তুমি সেটা গ্রহণ করবে না যদি চুমু ভগবানের ব্যাপারে জানতে গুরুত্বপূর্ণ হও। "
|