"স্বার্থপরতা... ঠিক একটা কুকুরের মতো, শুধু নিজের দেহের ব্যাপারে জানে। সে অন্য কুকুর কে তার সীমানায় আস্তে দেবে না। এটা খুব ছোট স্বার্থপরতা। একটু বাড়িয়ে দেয়, মানব সমাজ। এখানে পরিবার, স্ত্রী, পুত্র আছে। সেটাও স্বার্থপরতা। সেটাকে আরো বাড়িয়ে দেয় তাহলে সামাজিক বা দেশের, দেশ প্রেমের ব্যাপার আসবে। সেটাও স্বার্থপরতা। তেমনি, ওই বৃত্তি মানবিক স্তরে বৃদ্ধি করো। কারণ আমরা... কিছু সংখ্যক ব্যক্তিরা সমাজ সেবা করতে চায়। কিন্তু তারা পশুদের সেবা করতে চায় না। মানব সমাজের জন্য পশুদের হত্যা করা হচ্ছে। তার মানে, যতক্ষণ না আত্মার স্তরে আসছে, যত বড়োই স্বার্থপরতা হোক না কেন, তা স্বার্থপরতা।"
|