"যারা সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসার দ্বারা আবদ্ধ, তারা এই জগতের প্রতি আসক্ত। "সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা" তাদের ধারণা মানুষ বিশেষ ভাবে কৃপপ্রপ্ত এগুলো পেয়ে। আধ্যাত্মিক দৃষ্টি থেকে এগুলো মায়ার উপহার। সমাজ, বন্ধুত্ব এবং ভালোবাসা এগুলো মায়ার উপহার, মায়া। আসলে যে সমাজে আমরা মিশি, যে বন্ধুত্ব স্থাপন করি, এবং এই তথাকথিত ভালোবাসা আর কদিন? ধরে নেও যাক আমি মানব সমাজে আছি। কতকাল আমি মানবসমাজে থাকতে পারব ? আমি আগামী জীবনের প্রস্তুতি নিচ্ছি, বা আগামী সমাজের। হয়তো আমি কুকুরের সমাজে যাবো। এবং আমি হয়তো .... হয়তো ভগবানের সমাজে যেতে পারি। সেটা আমার কর্মের ওপর নির্ভর করছে।"
|